কৃষি আইন নিয়ে লোকসভায় প্রতিবাদের সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ১১ ফেব্রুয়ারি সংসদে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, \"হাম দো হামারে দো\" (আমরা দুই, আমাদের দুই), এভাবেই দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী। তিন কৃষি আইন আদতে মান্ডি প্রথা, নিত্য প্রয়োজনীয় আইনকে ধ্বংস করা এবং দেশের কর্পোরেটদের হাতে কৃষি ফসল তুলে দেওয়ার চক্রান্ত। যদিও রাহুল গান্ধি নাম উহ্য রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, \"সকলেই তাঁদের কথা জানেন\"। এই তিন আইনের জেরে বেঁচে থাকার লড়াই চালাতে হবে সকলকেই। এই কৃষি আইন শুধুমাত্র কৃষকদেরই ধ্বংস করবে না, মধ্যস্থতাকারীদের ব্যবসা পুরোপুরি ধ্বংস করবে এবং ছোট ব্যবসায়ী এবং দোকানদারদের ব্যবসায় কোপ বসাবে। দেশের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দেবে এই আইন, ছোট এবং মাঝারি ব্যবসা পুরোপুরি ক্ষতির সম্মুখীন হবে। বাজেট অধিবেশনে রাহুলের মন্তব্যের জেরে তুমুল হইচই শুরু হয়ে যায়। ট্রেজারি বেঞ্চ এবং সরকার পক্ষের সদস্যরা তীব্র বিরোধিতা করেন এই মন্তব্যের। কৃষিক্ষেত্রও যে বাজেটেরই একটি অংশ, এদিন একথাও স্মরণ করিয়ে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।